All for Joomla The Word of Web Design
বিবিধ

আলোকিত জ্ঞানী-২০১৮ অনুষ্ঠানের শুভ উদ্বোধন হল মদিনা মুনাওয়ারায়

ইসলামী জ্ঞানের মেগা রিয়েলিটি শো আলোকিত জ্ঞানী-২০১৮ এর শুভ উদ্বোধন হয়েছে মদিনা মুনাওয়ারায়। মদিনা ইসলামী বিশ্ব বিদ্যালয়ের দাওয়া বিভাগের অধ্যাপক ড: হুসাইন বিন নাফা আল জাবেরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

মদিনা ইসলামী বিশ্ব বিদ্যালয়ের পিএইচডি গবেষক আব্দুল বাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা ইসলামিক সেন্টার বাংলা বিভাগের প্রধান হাফেজ কাজি জাহিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদিনা ইসলামি সেন্টার বিদেশ বিভাগের প্রধান মোস্তফা মুতলাক আল ওয়াফি ও রাহবার মাল্টি মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও আলোকিত জ্ঞানী এর পরিচালক মুহাম্মদ ইকবাল।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন মদিনা ইসলামি বিশ্ব বিদ্যালয়ের পিএইচডি গবেষক শেখ সাদী বিন আব্দুর রশিদ। এছাড়া অনুষ্ঠানে নিজেদের অনুভূতি প্রকাশ করেন ২০১৭ সিজনের সেকেন্ড রানারআপ নাজমুল হাসান, ফার্স্ট রানার আপ শরীফুল ইসলাম এবং চ্যাম্পিয়ন মুহাম্মদ মিজানুর রহমান।

ইসলামী দাওয়ায় বিশেষ অবদান রাখায় মদিনার বিশিস্ট আলেমেদ্বীনদের আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য আলোকিত জ্ঞানী অনুষ্ঠানটি ২০১৫ সালে শুরু হয়। ২০১৮ তে অনুষ্ঠানটির চতুর্থ সিজন শুরু হল।

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

শিরোনাম:
  ❖   ধর্মান্তর নিষিদ্ধ হচ্ছে ভারতে! নিষিদ্ধ ‘লাভ জেহাদ’   ❖   পানিবাহিত রোগ ও তার প্রতিরোধ   ❖   কুরবানি তাকওয়ার শিক্ষা   ❖   সামাজিক যোগাযোগ কি আমাদের অসামজিক ও অবাধ্য করে তুলছে!   ❖   কোরবানী: তাকওয়া অর্জনের অন্নতম একটি মাধ্যম   ❖   জীবনের কোনো গ্যারান্টি নেই   ❖   র‍্যাগ ডে: বিজাতীয় সংস্কৃতির নতুন উম্মাদনা   ❖   বাংলাদেশ ইসলাম ও আলেম-ওলামার দেশ   ❖   সেইজ দ্যা ডে সংস্কৃতি ও আমরা…   ❖   দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য