All for Joomla The Word of Web Design
কবিতা

“জনতার বাটে” : কায়ছার আলম।

“জনতার বাটে”
——————–
কায়ছার আলম।

দেশে অসহায় মানুষই রোদে পুড়ে
বৃষ্টিতে ভিজে শস্য ফলায় ধূসর মাঠে;
জৈষ্ঠ্যের খরতাপ বা দীপ্ত অর্কের
বলয়ে দেহ তার সিক্ত নিঃসৃত লোনা
জলে।

এই অবিশ্রান্ত জনতার পাশে আজ
দাঁড়ায় না কেউ নিঃস্বার্থ মনে।
সমাজের রাঘব বোয়ালেরা তো
ঐশ্বর্য্যের প্রতিযোগিতায় মত্ত!
পুঁজিবাদী এই বিশ্বে যার আছে
তার ভুরি ভুরি সম্পদ সমাহার;
যার নেই তার ল্যাম্পোস্টের
আলোরও অভাব।

হ্যাঁ, পুঁজিবাদীদের সাহায্য আসে তবে
পেছনে তাদের স্বার্থ হাসে বিষাক্ত ঢঙে।

মানুষ কভু একা বাস করেনি ভূমে,
যদিও সে একান্ত, একা নিভৃতে
থেকেছে মনুষ্য গরলের চাপে।

তবু আজ অসহায় লোকের পাশে
অসহায় মানুষই দাঁড়ায়।
এই বসুধায় কিছু মানুষ এমনও
আছে, যারা মিথ্যার চাপে সত্যকে
দেয় না বিসর্জন।
যদিও নেই তাদের অর্থ-বিত্ত,
নেই বা তাদের পেশী শক্তির বল্য;
আছে তাদের বুকে নৈতিকতা আর
সততার সুষম গুণের প্রাবল্য।
তাই সততার গুণে ফোটে তাদের
বিবর্ণ মুখে তৃপ্তির হাসি।

আজ দিঘল চোখ, পেশী শক্তি আর
পোশাকের ভাজে, রেখনা তীব্র ঈর্ষা
অসহায় জনতার বাটে।
অনৈতিক তৃপ্তি হোক বা নীতিহীন গর্জন,
আর নয়, আর নয়, মানবতার হোক জয়।
————————

বি.এ.(অনার্স), এম.এ.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৭ Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

শিরোনাম:
  ❖   কোন ষড়যন্ত্রেই বাংলাদেশের উন্নয়নের চাকা থামবে না : সমাজকল্যাণমন্ত্রী   ❖   বিএনপির রাজনীতি চলে গেছে জিয়া পরিবারের বাইরে   ❖   নির্বাচন কমিশন কোনো দলের কথায় কাজ করবে না : সিইসি   ❖   সেই গোপালগঞ্জ এই গোপালগঞ্জ   ❖   দেশে ফিরলেন প্রধানমন্ত্রী   ❖   আমিও একজন দালাল!   ❖   জামিন পেল ‘ধর্ষক বাবা’ সেই রাম রহিম   ❖   চীনের আন্ডারগ্রাউন্ড এয়ারবেস তৈরি নিয়ে চিন্তিত ভারত!   ❖   ফরিদপুরে পুড়ে গেছে ২৫ দোকান, ৩ কোটি টাকার ক্ষতি   ❖   সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, ২ শিশু নিখোঁজ