All for Joomla The Word of Web Design
আন্তর্জাতিক

কয়েক ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এবারের ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ২।

রবিবার রাতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিলো মাত্র ১ কিলোমিটার। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এর আগে রবিবার সকালে দ্বীপটিতে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিলো ৭ দশমিক ৯ কিলোমিটার।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ও ৫ আগস্ট ভূমিকম্প অনুভূত হয় লম্বকে। পর্যটনের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এ দ্বীপে গত ৫ আগস্ট ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪শ’ ছাড়িয়েছিল। আহত হয়েছিলেন হাজারও মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছিলেন ১ লাখ ৬৫ হাজারেরও বেশি বাসিন্দা।

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

শিরোনাম:
  ❖   ধর্মান্তর নিষিদ্ধ হচ্ছে ভারতে! নিষিদ্ধ ‘লাভ জেহাদ’   ❖   পানিবাহিত রোগ ও তার প্রতিরোধ   ❖   কুরবানি তাকওয়ার শিক্ষা   ❖   সামাজিক যোগাযোগ কি আমাদের অসামজিক ও অবাধ্য করে তুলছে!   ❖   কোরবানী: তাকওয়া অর্জনের অন্নতম একটি মাধ্যম   ❖   জীবনের কোনো গ্যারান্টি নেই   ❖   র‍্যাগ ডে: বিজাতীয় সংস্কৃতির নতুন উম্মাদনা   ❖   বাংলাদেশ ইসলাম ও আলেম-ওলামার দেশ   ❖   সেইজ দ্যা ডে সংস্কৃতি ও আমরা…   ❖   দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য