
কিতাবমেলার এবারের আয়োজন কিশোরগঞ্জে
সুসাহিত্যের সঙ্গে পাঠকদের মিতালী গড়তে মাকতাবাতুল আযহার এবার পসড়া নিয়ে বসবে কিশোরগঞ্জে। চলতি সপ্তাহেরই শেষ দুটি দিন, বৃহস্পতিবার ও শুক্রবার কিশোরগঞ্জ সদরের জামিয়া নুরানিয়া তারাপাশার ক্যাম্পাসে আয়োজিত হবে কিতাবমেলার ফুলেল আয়োজন।
ইতোমধ্যে মাওলানা যাইনুল আবিদীন সাহেব মেলায় উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। বরেণ্য লেখক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী সাহেবও কাফেলার সঙ্গী হবেন।
মেলা উদ্বোধন করবেন, জামিয়া ইমদাদিয়ার সম্মানিত মুহতামিম আলহাজ মাওলানা আযহার আলী আনোয়ার শাহ হাফিযাহুল্লাহ।
৯৭ Comments