All for Joomla The Word of Web Design
মুক্তমত

মাই নিউজ সবার নিউজ

রাসুল স. এর শহর ও ওহী নাযিলের পূণ্য ভূমির মসজিদে নববী থেকে অনলাইন ভিত্তিক “ডেইলি মাই নিউজ” এর পথচলার শুভ সৃচনা হলো। এ পথচলা কল্যাণকর ও বরকতপূর্ণ হোক। হোক সুন্দর, মসৃন ও দীর্ঘ।

“মাই নিউজ সবার নিউজ” এ শ্লোগাণকে সামনে রেখে গতকাল অনলাইন ভিত্তিক এই দৈনিক এর নিয়মতান্রিক কার্যক্রম  শুরু হলো। যদিও বিগত কিছুদিন ধরে পরিক্ষামূলক নিউজ হচ্ছে।

ডেইলি মাই নিউজ ব্যতিক্রমধর্মী একটি পোর্টাল। পত্রিকাটি দু ভাষায়। বাংলা ও আরবস ভার্শনে। অর্থাৎ উপরে  ডেক্সটপ ভার্শনে ডান পাশে ক্লিক করলে ডেইলি মাই নিউজ আরবী ভার্শন পাবেন, মোবাইল ভার্শনে পা বাম দিকে। আর বাংলা ভার্শন তো আছেই।
আমার জানা মতে বাংলাদেশে অনলাইন ভিত্তিক ডেইলি আরবী পোর্টাল এটাই প্রথম। সে হিসাবে একটু নতুনত্ব আনার চেষ্টা করেছেন ডেইলি মাই নিউজ পরিবার ও এর দায়িত্বশীল অভিবাবকগণ।

বিশেষ করে শ্রদ্বেয় বড় ভাই যাকারিয়্যা মাহমূদ (এমফিল গবেষক , আইন, বিচার ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগ,মদিনা বিশ্ববিদ্যালয়।অনূবাদক, আলোচক ও সহকারী ইন্চার্জ , আল-কুরআন মিউজিয়াম,মসজিদে নববী। দাওরায়ে হাদীস, লালবাগ জামেয়া) এর অদম্য আগ্রহ ও অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের ডেইলি মাই নিউজ এর পথচলা ও সামনে এগিয়ে যাওয়া।

উদ্যোক্তা ও সম্পাদক যাকারিয়্যা মাহমূদ ভাই এর জন্য কৃতজ্ঞা ও দুআ রইলো।

যাদের আরবী ও বাংলা ভাষা চর্চার আগ্রহ আছে তাঁরা এখানে লেখা-লেখির মাধ্যেম আপনার কলমকে শানিত করতে পারেন।আপনার লেখা-লেখির মাধ্যম/ক্ষুদ্র সূচনা এই ডেইলি মাই নিউজ হতে পারে। হতে পারে এই ভূবনের সুন্দর হাতখড়ি।
বিশাল জীবনের সূচনার পর্বটা অনেক সময় ক্ষুদ্র করে ও স্বল্পপরিসরেও হয়ে থাকে।অতীতের নবীন লেখকরাই আজকের বিজ্ঞজন।

ডেইলি মাই নিউজে আপনাদের সহযোগিতা কামনা করছি।
পাশাপাশি আপনাদের লেখা ও পরামর্শ কামনা করছি।
আবেদন রইলো দুআর।

কাউসার জামীল
সহযোগী সম্পাদক, ডেইলি মাই নিউজ।

২,২২৯ Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

শিরোনাম:
  ❖   লেবানন মানবিক সঙ্কটের মুখে: জাতিসংঘ   ❖   পারমাণবিক বোমা বানাচ্ছে সৌদি আরব   ❖   ওসি প্রদীপের ভয়ঙ্কর স্টাইল   ❖   প্রিয় হাফেয মাহফুজ   ❖   মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৭ পুলিশ বরখাস্ত   ❖   বৈরুত বিস্ফোরণে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক   ❖   লেবাননে খাদ্য ও মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ   ❖   পাকিস্তানে জামাত-ই-ইসলামীর সমাবেশে গ্রেনেড হামলা, জখম ৩৯   ❖   লেবাননে ক্ষতিগ্রস্তদের সহায়তায় আমিরাত   ❖   ৮ আগস্ট মাদরাসা খোলার সিদ্ধান্ত স্থগিত করলো হাইআতুল উলয়া