
হাফেজ শরীফ আহমদের মদিনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের বৃত্তি লাভ
প্রতিটি মেধাবী শিক্ষার্থীই পৃথিবীর স্বনামধন্য বিখ্যাত একটি ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করার স্বপ্ন লালন করে। আর এজন্য অনেকেই ছুটে যান বিদেশ বিভূয়ে। যুগযুগ ধরে ইসলামী শিক্ষার অন্যতম দিকপাল মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতি বছর অল্পসংখ্যক শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করে থাকে। বিশ্ব দরবারে এ বিশ্ববিদ্যালয়ের সম্মান ও গ্রহণযোগ্যতা অনেক বেশী হওয়ায় এখান থেকে উচ্চশিক্ষার্জনের বৃত্তি লাভ করা যেন সোনায় সোহাগা!
বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী হাফেজ শরীফ আহমদ এবার পেয়েছেন সেই সুযোগ। একই বিশ্ববিদ্যালয়ের “আল হাদিস ও ইসলামিক স্টাডিস ফ্যাকাল্টি” থেকে এবছরই তিনি গোল্ডেন প্লাস নিয়ে অত্যন্ত কৃতিত্বের সাথে ব্যাচেলর ডিগ্রী লাভ করেন। এছাড়া ভর্তি পরিক্ষায়ও তিনি সর্বোচ্চ নাম্বার পাওয়ায় তাকে এ সুযোগ দেয়া হয়।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অফিসয়াল ওয়েবসাইটে আগামী শিক্ষা বছরের জন্য উচ্চশিক্ষায় বৃত্তি অর্জককারীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।এ বছর বাংলাদেশ থেকে মাত্র দুজন শিক্ষার্থী এ সুযোগ পান। হাফেজ শরীফ আহমদ তাদের একজন।
উল্লেখ্য যে, হাফেজ শরীফ আহমদ হবিগেঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর থানার আন্দিউড়া গ্রামের বাসিন্দা জনাব মাহবুব উদ্দিন চৌধুরী ও খাদিজা আক্তার খানমের সন্তান। তিন ভাই বোনের মাঝে তিনি ২য়। তিনি আলহাজ আমেনা বেগম দারুল কুরআন মাদ্রাসা থেকে ২০০৯ সালে দাখিল পরিক্ষা ও নয়াটোলা এ. ইউ. এন. কামিল মাদ্রাসা থেকে ২০১১ সালে আলিম পরিক্ষায় জি পি এ ৫ নিয়ে উত্তির্ণ হন। এছাড়া ঢাকাস্থ ফরিদাবাদ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস ও ইফতা সম্পন্ন করেন। ২০১১ সালে অনুষ্ঠিত বেফাকের বোর্ড পরিক্ষায় তিনি দাওরায়ে হাদিসে মেধা তালিকায় ১৬তম স্থান লাভ করেন। তিনি সকলের দোয়া প্রার্থী।
৬০১ Comments