All for Joomla The Word of Web Design
জাতীয়

নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত

নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তে নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোয় গতকাল বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ দেশের সব ধর্মীয় উপাসনালয়ে রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
জুমার নামাজ শেষে জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মুনাজাত করেন। এ সময় মুসল্লিদের ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা সামীম মোহাম্মদ আফজাল, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো: মহিউদ্দিন মজুমদারসহ বিপুলসংখ্যক মুসল্লি এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য পংকজ দেবনাথ, জাতীয় প্রেস কাবের সাবেক সাধারণ সম্পদক স্বপন কুমার সাহা, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জী, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস কাবসংলগ্ন শিক্ষাভবন জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে।

৯৮ Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

শিরোনাম:
  ❖   কাল থেকে খুলে দেওয়া হচ্ছে আরব আমিরাতের মসজিদ   ❖   এডিআইও আবুধাবিতে স্টার্টআপের তহবিলের প্রবেশাধিকার বাড়ানোর জন্য শোরুক পার্টনার্স বেদায়া তহবিলে বিনিয়োগ করেছে   ❖   বাইতুল মোকাররমের খতিব হতে পারেন মাওলানা হাসান জামিল সাহেব!   ❖   ভারতীয় একজন কিডনী ব্যর্থতায় আক্রান্ত শিক্ষার্থীকে উদ্দেশ্যে করে বলেন, তুমি নিরাপদ হাতে রয়েছ   ❖   উচ্চ আদালতের স্থিতিবস্থা জারির পরও ভেঙ্গে ফেলা হচ্ছে রাজধানীর একটি মসজিদ   ❖   করোনাকালে ক্বওমী মাদরাসাগুলোর ১২ চ্যালেঞ্জ   ❖   চাকরিচ্যুৎ সেই ইমামকে স্বপদে বহাল করতে লিগ্যাল নোটিস   ❖   আজারবাইজানকে ১১ টন চিকিত্সা সহায়তা পাঠিয়েছে আমিরাত   ❖   রাতে নৌকার ছাদে জানাজা পড়ে লাশ ফেলা হতো সাগরে : খোদেজা বেগমের দুঃসাহসিক সমুদ্রযাত্রা   ❖   স্বেচ্ছাচার, স্বজনপ্রীতি ও স্বৈরাচার