All for Joomla The Word of Web Design
বাছাই খবর

৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদীরা

৪২তম ভূমি দিবসে ফিলিস্তিনিদের সাথে ইসরাইলি বাহিনীর সংঘর্ষে অনন্ত ৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত শতাধিক।  গাজা সীমান্তের কাছে বিক্ষোভ করার সময় এই ঘটনা ঘটে। আজজাজিরা খবরটি নিশ্চিত করেছে।

শুক্রবার ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব জাবালিয়া এলাকায় গুলিতে নিহত হয়েছে মোহাম্মদ নাজ্জার (২৫), উত্তর গাজা উপত্যকায় সংঘর্ষ চলাকালে নিহত হয়েছে ৩৮ বছর বয়সী মাহমুদ মুয়াম্মার এবং মোহাম্মদ আবু ওমর (২২), উভয়ই নিহত হয়েছে রাফাহ এলাকার কাছে।

এছাড়া আরো তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এরা হলেন, ১৯ বছর বয়সী আহমেদ ওউদেহ, ৩৩ বছর বয়সী জিহাদ ফেনহ ও মাহমুদ সাদি রাহমি।

এর আগে শুক্রবার বিক্ষোভ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে খান ইউনিসের কাছে ইসরাইলি বাহিনীর গুলীতে নিহত হয়েছে এক কৃষক। তার নাম ওমর ওয়াহিদ আবু সমুর।

ছয় সপ্তাহ ধরে চলমান ফিলিস্তিনিদের এই বিক্ষোভ চূড়ান্ত সংঘর্ষে রূপ নিয়ে গাজার ৪২তম ভূমি দিবসে।  ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, সীমান্ত বেড়ার পাশের অন্তত পাঁচটি অবস্থানে ১৭ হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করেছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতেই প্রধান উসকানিদাতাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

সীমান্ত গুড়িয়ে দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনিরা ঢুকে বিক্ষোভ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে তেলআবিব। বিক্ষোভ শুরু হওয়ার গাজা সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

যে কারণে বিক্ষোভ
বিক্ষোভের জন্য ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইসরায়েল সীমান্তের কাছে অন্তত পাঁচটি ক্যাম্প স্থাপন করেছে। মিসর সীমান্তের রাফাহর উত্তরাঞ্চল থেকে বেইত হেনোন পর্যন্ত এসব ক্যাম্প বসানো হয়েছে।

ইসরায়েলি নিরাপত্তাবাহিনীর ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখলের প্রতিবাদে ১৯৭৬ সালের ৩০ মার্চ গাজা উপত্যকায় বিক্ষোভ করে ফিলিস্তিনিরা।

বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলিতে সেই সময় অন্তত ছয়জনের প্রাণহানি ঘটে। তখন থেকেই প্রত্যেক বছর ফিলিস্তিনিরা ইসরায়েলি অবৈধ দখলদারির বিরুদ্ধে প্রতিবাদে নিহতদের স্মরণে।  ৩০ মার্চকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে।

ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে এই বিক্ষোভ করে আসছে। আগামী ১৫ মে এই বিক্ষোভ শেষ হওয়ার কথা রয়েছে। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি বাস্ত্যুচুত হয়। ইসরায়েলি অবৈধ ভূমি দখলকে ফিলিস্তিনিরা বিপর্যয় হিসেবে মনে করে।

ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে তাদের নিজ ভূখণ্ড ফেরতের দাবি জানিয়ে আসছে। তবে ইসরায়েল বলছে, তাদের উচিত গাজা এবং পশ্চিম উপত্যকায় ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

শিরোনাম:
  ❖   সিরিয়ায় বাস টার্মিনালে বোমা হামলায় ১০ জন নিহত   ❖   আবরার হত্যা: আজ দাখিল হতে পারে চার্জশিট   ❖   গোপন বৈঠক, শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গের দায়ে তুরিনকে অপসারণ   ❖   কসবায় ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫!   ❖   ফুকের আসরে ৫০ হাজার মানুষ! নেপথ্যে আওয়ামী নেতারা! (ভিডিও)   ❖   সুপ্রিমকোর্টের আপিল বিভাগে অর্ধশত মামলার চূড়ান্ত বিচার আটকে আছে   ❖   আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলা   ❖   কে এই মুসলিম প্রত্নতাত্ত্বিক? যে দাবী করেছিল বাবরি মসজিদের নিচে মন্দির ছিল!   ❖   ট্রাইব্যুনাল থেকে তুরিনকে অপসারণ!   ❖   প্রেমিকাকে খুন, কাটা হাতসহ নদীতে প্রেমিক ইতিহাসবিদ