All for Joomla The Word of Web Design
বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া বন্ধ করতে চান?

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। এবার হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার এনেছে, যাতে আপনার অনিচ্ছায় যে কেউ আর গ্রুপে অ্যাড করতে পারবেন না। এর জন্য আপনার হোয়াটসঅ্যাপ সেটিংসয়ে ছোট্ট একটি পরিবর্তন আনতে হবে।

প্রথমেই হোয়াটসঅ্যাপ খুলে স্ক্রিনের ডানদিকে উপরে, উপর-নীচে যে তিনটি ডট রয়েছে তাতে ক্লিক করুন। এবার ‘সেটিংস’-এ গিয়ে ‘অ্যাকাউন্ট’ অপশনে যান। তার ভিতর যে ‘প্রাইভেসি’ অপশন আছে সেখান থেকে‘গ্রুপস’-এ গেলে তিনটি অপশন পাবেন। এবার আপনার সামনে যে তিনটি অপশন, ‘এভরিওয়ান’, ‘মাই কন্ট্যাক্টস’ ও ‘মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট…’ রয়েছে তার একটি বেছে নিন।

এভরিওয়ানের ক্ষেত্রে যাদের কাছে আপনার নম্বর আছে (তাদের নম্বর আপনার কাছে না থকলেও চলবে), তারা আপনাকে যে কোন গ্রুপে অ্যাড করতে পারবেন।

‘মাই কন্ট্যাক্টস’ অপশন সিলেক্ট করলে কেবল আপনার ফোনে যাদের নম্বর সেভ আছে তারাই আপনাকে কোনও গ্রুপে অ্যাড করতে পারবেন।

‘মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট…’ অপশনটি বেছে নিলে আপনি নিজে ঠিক করতে পারবেন, আপনার কন্ট্যাক্টে কারা আপনাকে কোনও গ্রুপে যোগ করতে পারবেন কারা পারবেন না। এই অপশন সিলেক্ট করলেই আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট খুলে যাবে। সেখানে যে যে নম্বর আপনি সিলেক্ট করবেন, তারা আপনাকে কোনও গ্রুপে অ্যাড করতে পারবেন না।

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

শিরোনাম:
  ❖   মাসে ৭০ হাজার টাকা ভাড়ায় অফিস নিল “গন অধিকার পরিষদ”   ❖   সিনামা-নাটকে বিয়ের দৃশ্যে ‘কবুল’ বলা যাবে না!   ❖   নারীদের হিজাব, পুরুষের টাকনুর ওপর পোশাক পরে অফিসে আসার নির্দেশ   ❖   বাংলাদেশি হ্যাকারদের আক্রমণের পর সাইবার সতর্কতা জারি ফ্রান্সের   ❖   র‌্যাবের শীর্ষ কমান্ডারদের উপর নিষেধাজ্ঞা জারির জন্য যুক্তরাষ্ট্রের সিনেটরদের আহ্বান   ❖   এফসিএ আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাত শুল্ক গেটওয়ে চালু করবে   ❖   মহানবীকে অবমাননা: ফ্রান্সের নাম উল্লেখ না করে প্রতিবাদ জানাল সৌদি   ❖   ইসলামের অবমাননা নিয়ে ফ্রান্সের ম্যাক্রোকে নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব   ❖   ইসলামফোবিয়া বিস্তার রোধে ফেসবুকে আহ্বান জানান ইমরান খান   ❖   আবুধাবিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির নামে নামকরণ করা মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন মোহাম্মদ বিন জায়েদ