
জুমুআ’র দিনে বিশেষ আমল
জুমুআ’র দিন ‘সুরা কাহাফ’ তেলাওয়াতের অসাধারণ ফজিলত!
❝ যে ব্যক্তি জুমুআ’র দিন ‘সুরা কাহাফ’ তেলাওয়াত করে, তাঁর পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত একটি নুর ঝুলিয়ে দেওয়া হয়। যা তাঁকে কেয়ামত দিবসে আলো দান করবে। এছাড়া তাঁর উভয় জুমুআ’র মধ্যবর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। [সহিহুল জামে, হাদিস নং- ৬৪৭০] ❞
মাই নিউজ/মাহদী